ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ছিনতাইয়ের দায়ে গ্রেফতার ২৯ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইয়ে জড়িত থাকার দায়ে ২৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্বার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-২ এর একাধিক টিম রাজধানীর মোহাম্মপুর, আদাবর, হাজারীবাগ, ধানমন্ডি,  তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক বাসসকে এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি